1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বেনাপোল দিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দিলো ভারতীয় সেনা বাংলাদেশ সেনাবাহিনীকে

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ১৮ বার সংবাদটি পাঠিত

বেনাপোল প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা হিসাবে প্রশিক্ষণ প্রাপ্ত২০টি ঘোড়া ও ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। উপহারস্বরূপ এই কুকুরগুলো দেওয়া হয়েছে।মঙ্গলবার(১০ নভেম্বর)বেলা ১২ টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়। ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনাবাহিনের প্রধান মেজর জেনারেল এন এস খুদ্যো ও বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে নো-ম্যান্সল্যান্ডে ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার ক্যান্টনমেন্টে থেকে আসা কর্নেল বেলায়েত হোসেন বলেন ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতা সেনানিবাসে আনা হয়।আজ পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবেন। তার প্রথম চালানের ২০ টি ঘোড়া বাংলাদেশে প্রবেশ করে। ঘোড়া ও কুকুরগুলো সরাসরি সাভার ক্যান্টনমেন্ট নেয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION