দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়াতে আজ ৬ নভেম্বর (বুধবার) জুম্মার এর নামাজ এর পরে, দেবহাটার সর্বস্তরের জনগনের আয়োজনে ফ্রান্সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ চিত্র তৈরি ও প্রর্দশন ও ইসলাম কে অপমানিতো করার প্রতিবাদে ও ফ্রান্সের সকল পন্য বাংলাদেশ থেকে বয়কটের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদী মিছিলটি কুলিয়া কেন্দ্রীয় শহিদ মিনার এর সামনে থেকে শুরু হয়ে কুলিয়া আশু মার্কেট ও উঃ পারুলিয়া সেকেন্দারা মোড় প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং ওই খানে মানবন্ধন ও প্রতিবাদী সমাবেশ করে। মানববন্ধনে বক্তারা বলে ফ্রান্স সরকার যেটা করেছে তাতে পুরা মুসলিম জাতি কে অপমান করেছে, আমরা চাই ফ্রান্সের সকল পন্য বাংলাদেশ সরকার কর্তৃক বয়কট করা হোক এবংআর দোকানিদের উদ্দেশ্যে করে বলেন আপনারা ফ্রান্সের সকল পন্য বিক্রি করা বন্ধ করে দেন। তার পরে সকল মুসলিম জাতির জন্য ও ফ্রান্স সরকারের হেয়ায়ত এর জন্য দোয়া করে মানববন্ধন ও প্রতিবাদী মিছিল সমাপনী ঘোষনা করা হয়।