যশোরপ্রতিনিধি: অগ্নিদগ্ধে ৪ মাসেরঅন্তঃসত্ত্বাপুতুলেরমৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর)সকালেঢাকায় নেয়ার পথে তারমৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধে আহত স্বামীপ্রদীপপুলিশপ্রহরায়যশোর জেনারেলহাসপাতালেচিকিৎসাধীনরয়েছে। যশোরেরঝিকরগাছাউপজেলাররাজাপুরইউনিয়নেকাউনিয়া দাসপাড়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) রাতেঅগ্নিদগ্ধের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ প্রদীপজানায়, সে মুসলমানেরঘরেজন্ম। তারনামছিলআলআমিন। পুতুলকেভালবেসেতাকেবিয়েকরারজন্য এক বছরআগেসনাতনধর্ম গ্রহণকরে। এসময় তারনামপ্রদীপরাখাহয়। কয়েকদিনধরে স্ত্রী পুতুলের সাথে পারিবারিকবিষয়নিয়েঝগড়াহচ্ছিল। মঙ্গলবার রাতেএকপর্যায়েপুতুলেরঘরেরবাইরে যেতেচাইলেতিনিবাধা দেন এবং দরজাআটকেশুয়েপড়েন। পুতুলক্ষিপ্তহয়েপাশেরঘরেগিয়েনিজেরশরীরে কেরসিন ঢেলেআগুনলাগিয়ে দেয়। এসময়তিনিআগুন নেভানোর চেষ্টাকরেন। এতে তার দু’হাতপুড়েযায়। পরেপ্রতিবেশিরাতাদের উদ্ধারকরেহাসপাতালভর্তি করে।চিকিৎসকরা দগ্ধ পুতুলেরঅবস্থা আশংকাজনকহওয়ায়তাকেখুলনায় রেফারকরে।খুলনায়আরোঅবনতিহলেপুতুলকেঢাকায় রেফারকরে। বুধবারসকালেঢাকায় নেয়ার পথে গোপালগঞ্জেতারমৃত্যু হয়েছেবলেনিশ্চিতকরেছেনপুতুলেরকাকাসঞ্জয়কুমার।
মৃত্যুরআগেপুতুলতাকেবিস্তারিতজানিয়েছেবলে দাবিকরেছেসঞ্জয়কুমার। পুতুলজানিয়েছে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ারএকপর্যায়েপ্রদীপতাকেবলেন, ‘তুইআমাকে কত ভালোবাসিসতাগায়েআগুনদিয়ে দেখা।’ এই পর্যায়েগায়ে কেরোসিন ঢেলেপুতুলআগুনধরিয়ে দেন। সেই আগুনে পুড়েতারমৃত্যু হয়।
তবেপ্রতিবেশিরাজানান, রাতেপ্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়াহচ্ছিল। একপর্যায়েতাদের চিৎকারশুনেবাইরেএসে দেখেনঘরের মধ্যে আগুনজ্বলছে। এসময় প্রতিবেশিরাতাদের উদ্ধারকরেঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়েপুলিশতাদের উদ্ধারকরেচিকিৎসারজন্য যশোর জেনারেলহাসপাতালেপাঠায়।
যশোর জেনারেলহাসপাতালেরডাক্তার আহমেদ তারেকশামস চৌধুরীজানান, রাত ১২টার দিকে দগ্ধ দম্পতিকেহাসপাতালেআনাহয়। পুতুলেরঅবস্থা গুরুতরহওয়ায়রাতেতাকেউন্নতচিকিৎসারজন্য খুলনায়রেফারকরাহয়। এছাড়াআহতপ্রদীপের দুটিহাত, চোয়াল ও মাথারচুলপুড়ে গেছে। তাকেসার্জারিওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
অভিযুক্ত প্রদীপপ্রতিবেশীদের অভিযোগ অস্বীকারকরেছে।
ঝিকরগাছা থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রতিবেশিরাঝগড়ারকারণেপ্রদীপতার স্ত্রীকেআগুনলাগিয়েদিতেপারেবলেঅভিযোগকরেছে। এ কারণেপ্রদীপকেআটককরাহয়েছে। তাকেপুলিশপ্রহরায়যশোর জেনারেলহাসপাতালেচিকিৎসা দেয়া হচ্ছে।