কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটুক্তি, অবমাননা ও ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেল ৩টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর ছালেহা দ্বীনি মাদ্রাসা সংলগ্ন রাস্তার উপর ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ আফসার উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ কুতুবুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে যুব হিজবুল্লাহ জেলা সহ-সভাপতি মাওঃ আনোয়ার ইসলাম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ হোসেন মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল ওয়াহেদ মারুফ, উপজেলা ওলামা লীগের সভাপতি মুফতি মাওঃ আব্দুর রহিম, শিক্ষক মাওঃ জমাত আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, ফ্রান্স সরকার বিশ্বের মুসলমানের কলিজায় আঘাত করেছে। এ ন্যক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশ সরকারের প্রতিও তারা জোর দাবি জানান সংসদ অধিবেশনে এ ঘটনায় নিন্দা প্রস্তাব আনতে হবে এবং বিশ্ব দরবারে ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। শুধ মানববন্ধন নয় এর চেয়ে বেশী কিছু করার জন্য জীবন দিবে মুসলমানরা। সাথে সাথে ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করার আহবান জানানো হয়। মানববন্ধনে আলেম ওলামায়ে কেরামগণসহ বিভিন্ন পেশার শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়।