নিজস্ব সংবাদদাতাঃ কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি এবং আলচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে শনিবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুলিশ লাইনে যেয়ে শেষ হয়।
“মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশ সর্বত্র” এই প্রতিপাদ্যে সাতক্ষীরা পুলিশ লাইন ড্রিলসেটে বেলুন ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে শুরু হয় আলোচনা সভা।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম(বার)।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি আলহাজ্ব আবুল কালাম বাবলা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল্লুর রহমান,জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এট সদস্য সচিব ডাঃ মনোয়ার হোসেন সহ জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সিপিও এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন খুলনা রেঞ্জ ডিআইজি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আসাদুজ্জামান।