ষ্টাফ রির্পোটারঃ সাংবাদ বা সংবাদ মাধ্যম গণতন্ত্রের অন্যতম খুটি। আর সাংবদিকরা সংবাদ সংগ্রহে দক্ষ ও প্রশিক্ষিত না হলে নিরপেক্ষ সংবাদ বা খাটি সংবাদ পাওয়া একরকম অসম্ভব। সাংবাদিকদের তাই শিক্ষিত ও প্রশিক্ষিত হওয়া জরুরী। কিন্তু কলারোয়া সাতক্ষীরায় যেমন তেমন পড়াশুনা করে সাংবাদিকতার আড়ালে মাদকব্যবসাসহ চাঁদাবাজি বেড়ে যাচ্ছে। এই বিষয়টি দ্রুত সমাধান না হলে অদূর ভবিষ্যতে যে সব সাংবাদিক কাজ করেন তাদের কাজ করা মুসকিল হয়ে যাবে। হলুদ সাংবাদিকাতে রুখে দিতে হবে। এই সমস্যা কলারোয়ায় শুধু নয় সারা বাংলাদেশে হলুদ সাংবাদিকতা বেড়েই যাচ্ছে। এখন সময় একে বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নেয়া।
সাংবাদিকতা ও সাংবাদিকের কার্ড একটি মহান দ্বায়িত্ব হলেও তা নিয়ে অনেক গণ্যমান্য ব্যাক্তিকেও হেনস্থা করা হয়। সাধারণ জনগণের সংবাদ মাধ্যম, সাংবাদিক ও সংবাদের উপর যে আস্তা তা হলুদ সাংবাদিকতার কারনে নষ্ট হচ্ছে। গণতন্ত্রের অন্যতম খুটি সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা ও গ্রহণ যোগ্যতা ধরে রাখার জন্য এখন হলুদ সাংবাদিকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। হলুদ সাংবাদিকতা কোন সমাজেই কাম্য নয়। কলারোয়াসহ সারা বাংলাদেশের হলুদ সাংবাদিকতা দূর করতে এখনই ব্যবস্থা নেয়া উচিত।