বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল ও বালুন্ডায় পৃথক ভাবে ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০শে অক্টোবর)জুম্মাবাদ ও বিকালে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বেনাপোল বাজার প্রদক্ষিত হয় ও বালুন্ডা বাজার গোলচত্বর মোড়ে প্রদক্ষিত হয়ে বালুন্ডা হাই স্কুল মাঠে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা ফ্রান্স সরকার কর্তৃক মহানবীর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে উপস্থিত সকল ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সাথে সবধরনের কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার আহ্বান জানান এবং ফ্রান্সের সমস্ত পণ্য সকলকেই বর্জন করারও আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি বালুন্ডা বাজার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান রাস্তা গুলো প্রদক্ষিণ করে।এসময় সাধারণ পথচারীরাও এই বিক্ষোভ মিছিলে যোগদান করেন।বালুন্ড যুব সমাজের, সবুজ,আবুঃশাহান ও ইদ্রিস মলিলের উদ্দোগে উক্ত মিছিল ও সমাবেশে আঃ কাদের মাওলানার পরিচালনায় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা আঃ রশিদ ও মাওলানা আজিজুর রহমান প্রমুখ।