1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সম্প্রতি যশোরের বলরামপুরে ঘটে যাওয়া দুই যুবক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ

  • প্রকাশের সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার সংবাদটি পাঠিত

স্টাফ রিপোর্টার: একাধিক নারীর সঙ্গে নিহত বাদলের সম্পর্কের বিষয়টি পরিবারের সদস্যদের নিকট জানিয়ে দেয়ার কথা বলায় আহাদ’কে শিক্ষা দিতে গিয়ে বাদল নিজেও খুন হয়। আলোচিত এই জোড়া হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত গ্রেফতারকৃত অপর আসামি জাহিদ হাসান মানিকের বর্ণনায় জোড়া খুনের এই রহস্য বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এই দাবি করেন যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসন। গ্রেফতারকৃত আসামি জাহিদ হাসান মানিক (২৩) যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ১৫ অক্টোবর সন্ধ্যায় মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে বাদল হোসেন (২২) ও আহাদ মোল্লা (২৫) হত্যা করা হয়। নিহত বাদল যশোর সদর উপজেলার জয়ন্তা গ্রামের আক্তার গাজী ওরফে আকু গাজীর ছেলে ও একই এলাকার লোকমান মোল্লা ছেলে আহাদ মোল্লা। পরের দিন নিহত বাদল হোসেনের মা আঞ্জুয়ারা বেগম অজ্ঞাতনামা আসামিদের নামে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর জাহিদ হাসান মানিককে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে মোশারফ হোসেন টুকু মেম্বরের পুকুরের পানির ভিতর থেকে ভিকটিম বাদল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঘটনাস্থলের পশ্চিমপাশের জনৈক আলতাফ হোসেনের ধানি জমি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। জাহিদ হাসান মানিকের তথ্যমতে, সে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহী করে। মোটরসাইকেল ভাড়া দিতে দিতে বাদল হোসেনের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। বাদল হোসেনের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক আছে। বিষয়টি জেনে যায় প্রতিবেশী আহাদ মোল্লা। সে এই বিষয়টি বাদলের বাবা মাকে বলে দেয়ার হুমকি দেয়। এরমধ্যে বাদল পরিকল্পনা করে আহাদকে উচিত শিক্ষা দিবে। সেই পরিকল্পনা অনুযায়ী বন্ধু জাহিদ হাসান মানিকের সহযোগিতা চান। কিন্তু তখনও খুনের পরিকল্পনার বিষয়টি জানাই। ঘটনার দিন বিকেলে বাদল ও মানিক মোটরসাইকেল নিয়ে যায় আহাদের কাছে। তারা তিনজন একই মোটরসাইকেলে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল বাদল, মাঝখানে বসেছিল আহাদ আর পিছনে বসা ছিল মানিক। এরমধ্যে বাদল তার ফোনের স্কিনশট দেখায় মানিককে। তাতে লেখা ছিল বলরামপুর গিয়ে মানিক ড্রাইভিং করবে, আর পিছনে বসবে বাদল।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION