1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মনিরামপুর উত্তরপাড়া গ্রামে ক্লুলেস জোড়া খুনের রহস্য উদঘাটন গ্রেফতার-১

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৮১ বার সংবাদটি পাঠিত

হত্যাকাজে ব্যবহৃত চাকু ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ ইং ১৫/১০/২০২০ তারিখ সন্ধ্যা রাত অনুমান ১৮.৪৫ ঘটিকার সময় মনিরামপুর থানাধীন উত্তরপাড়া সাকিনে জনৈক মোশারফ হোসেন @ টুকু মেম্বরের ধানি জমি সংলগ্ন মাটির রাস্তার উপর ১। বাদল হোসেন (২২), পিতা- আক্তার গাজী @ আকু গাজী ২। আহাদ মোল্যা (২৫), পিতা- লুকমান মোল্যা, উভয় সাং-জয়ন্তা, থানা- কোতয়ালী, জেলা-যশোরদ্বয়কে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা ধারালো অস্ত্রদ্বারা কুপাইয়া ও গলা কাটিয়া হত্যা করে । এই ঘটনা সংক্রান্তে বাদলের মা আঞ্জুয়ারা বেগম (৫০) বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করলে মনিরামপুর থানার মামলা নং-১০/১৮১ তাং-১৬/১০/২০২০খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

ঘটনাটি চা ল্যকর, স্পর্শকাতর ও ক্লুলেস হওয়ায় জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মামলাটি জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তভার ন্যাস্ত করেন।

গ্রেফতার ও উদ্ধার অভিযান ঃ
পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এঁর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ সালাহউদ্দিন শিকদার ও যশোর মনিরামপুর সার্কেলের সিনিঃ সহকারী পুলিশ সুপার জনাব সোয়েব আহম্মেদ খান দ্বয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এবং এসআই শামীম হোসেনসহ অন্যান্য অফিসার ও ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে ইং ২১/১০/২০২০ তারিখ সন্ধ্যায় কোতয়ালী থানাধীন চাউলিয়া সাকিনে অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামী মোঃ জাহিদ হাসান @ মানিক (২৩) কে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যার ঘটনাস্থল হইতে আধা কিলোমিটার পশ্চিমে জনৈক মোশারফ হোসেন @ টুকু মেম্বারের পুকুরে পানি ভিতর হইতে মামলার ভিকটিম বাদল হোসেন এর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর অদ্য ২২/১০/২০২০ তারিখ বেলা ১২.১০ ঘটিকার সময় ঘটনাস্থলের পশ্চিম পাশের্^ জনৈক আলতাফ হোসেন এর ধানি জমি থেকে হত্যা কাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা ঃ

১। মোঃ জাহিদ হাসান @ মানিক (২৩), পিতা-মোঃ চাঁন মিয়া, মাতা- রেহেনা পারভীন, সাং- চাউলিয়া, থানা- কোতয়ালী, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামত :
১। ১টি ভিকটিম বাদলের মোবাইল ফোন ও ১টি আসামী মানিকের মোবাইল।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION