স্টাফ রিপোর্টারঃ যশোর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার দুপুরে ২২ দিনের মাথায় সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় । এছাড়া আদালত চত্বর থেকে টাউট উচ্ছেদে কোনো ছাড় দেয়া হবেনা বলে সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে এসভায় জেলা আইনজীবী সমিতির ১৩ জননিয়মিত সদস্যদের অনিয়মিত থাকায় তাদেরকে সহযোগি সদস্য করা হয়। এছাড়া সাতজন সহযোগি সদস্যকে নিয়মিত সদস্য পদ দেয়া হয়। সাধারণ সভায় করোনা কালে সদস্যদের মাঝে নগদ অনুদানের বিল পাশ করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলীর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এটিএম এনামুল হক ও নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর।
এসময় সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ ইসহক, সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, আবু মোর্তজা ছোট, শাহানুর আলম শাহীন, সিনিয়র আইনজীবী গাজি আব্দুল কাদির, জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মুকুল সহ সকল আইনজীবীরা অংশ নেন।সভা শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলী সমিতিকে একটি ডায়াস প্রদান করেন।#