স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজীর নি:শর্ত মুক্তি দাবি করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ তার গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পরও একজন খ্যাতিমান সাংবাদিককে বিনা নোটিশে এভাবে গ্রেফতার করার ঘটনা দেশের সাংবাদিক সমাজকে হতাশ করেছে। একটি স্বাধীন রাষ্টে এটি কখনও কাম্য নয় ।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর মুক্তি দাবি করেন। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু ও ক্রীড়া, সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ।
এদিকে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তি দাবিতে আগামি ২৪ অক্টোবর শনিবার বেলা ১১.৩০ মিনিটে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি দিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। কর্মসূচিতে সংগঠনের সকল সদস্য ছাড়াও যশোরের সকল সাংবাদিকদের অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।#