1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

অতিরিক্ত পুলিশ সুপার, মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে সাতক্ষীরায় চালকদের ডোপ টেস্ট

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৮২ বার সংবাদটি পাঠিত

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা: পুলিশ সুপার, সাতক্ষীরা জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলার সড়ক পরিবহন খাতকে মাদকাসক্ত চালক মুক্ত করতে, আজ২২ অক্টোবর, ২০২০ ইং তারিখ সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন মেইন রাস্তায় সাতক্ষীরা ট্রাফিক পুলিশ, সাতক্ষীরা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ লাইন্স এর চৌকস পুলিশ সদস্যদের সমন্বয়ে চালক এবং মোটর শ্রমিকদের মাঝে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা জনাব মির্জা সালাইউদ্দিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর এবং ওসি, ডিবি, সাতক্ষীরা।
“জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০” উপলক্ষে সড়কে দুর্ঘটনা কমাতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন ১২ জনের মধ্যে ৫ জনের ক্ষেত্রে ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় অর্থাৎ মাদকসেবী বলে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা সড়ক পরিবহন খাতকে মাদকসেবী মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION