বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বৃহৎতম স্থল বন্দর বেনাপোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৪দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরে পণ্য খালাস ও পাসপোট মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমস ডেপুটি কমিশনার মুস্তাফিজুর রহমান জানান, ভারতে দুর্গাপূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য খালাস, লোড-আনলোড ও বন্দর কাস্টমসে কাজ চলবে। ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে পূনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলেও জানান তিনি।