নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর থানা চত্তর থেকে শুরুহওয়া সচেতনতা মূলক র্যালি টি শহীদ আব্দুল্লাহ রাজ্জাক পার্কে যেয়ে শেষ হয়।
নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে, নিরাপদ নারী রিাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, নারী নির্যাতন প্রতিরোধে রুখে দাড়াই নারী পুরুষ একসাথে, নারী নির্যাতন বন্ধ করি নিরাপদ দেশ গড়ি, এইহোক অঙ্গীকার নারী নির্যাতন নয় আর, এই ধরনের স্লোগানে স্লোগানে মুখোরিত র্যালিতে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনে মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে জনসাধারণের মাঝে ব্যপক সচেতন করাই এর মূল উদ্দেশ্য বলে জানিয়েছে পুলিশ।
র্যালি শেষে সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর সভাপতিত্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
এসময় আরও উপস্থিত ছিলেন নারী নেত্রী জোসনা আরা, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম ছাড়াও গণ্যমান্য, রাজনৈতিক ও এলাকার সাধারণ নারী পুরুষ।