ঝিকরগাছা সংবাদদাতাঃ নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে ও নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি এই দু’টি স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছার নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নাম্বার বাঁকড়া ইউনিয়নের ৩ নাম্বার ওর্য়াড বড় খলসী বাজারে শনিবার সকাল ১০, টার সময় বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওর্য়াড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনর্চাজ রিপন বালা।
প্রধান অতিথি বলেন, “পুলিশই জনতা জনতাই পুলিশ” আপনারা পুলিশকে সহযোগিতা করুন নারী নির্যাতন, জঙ্গিবাদ, চাঁদাবাজ, ও মাদক এই এলাকা থেকে কঠোরভাবে নির্মূল করতে চাই। সেটা আপনারা জনগণই পারেন, তাই পুলিশ-জনতা একত্র হয়ে আমরা রুখে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১১ নাম্বার বাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান নিছার আলী। ইউপি চেয়ারম্যান বলেন, আমার এলাকায় নারী নির্যাতন চাঁদাবাজ জঙ্গিবাদ মাদক এইসবের কোনো প্রশ্রয় নাই কঠোরভাবে দমন করা হবে।
আরোও উপস্থিত ছিলেন, পুলিশ তদন্ত কেন্দ্রার এস আই হিমানীষ বিশ্বাস, এ এস আই সুমন বিশ্বাস, বাঁকড়া ইউনিয়নের সহ সভাপতি সামাদ দপ্তরী, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান, বড় খলসী ওর্য়াড মেম্বার শরিফুল ইসলাম শরিফ, বীর মুক্তিযোদ্ধা রবিউল মালী, সাবেক ওর্য়াড মেম্বার ইয়াকুব গাজী, এমপির প্রতিনিধি মিটু মোড়ল, ১নাম্বার বাঁকড়া ওর্য়াড যুবলীগ সভাপতি আব্দুল আহাদ, সমাজসেবক আজিবার, বড় খলসী ওর্য়াড আওয়ামীলীগ নেতা বাবলু মালী, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।