কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: কালিগঞ্জে অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিকে শিশুটির জন্ম হয়। জন্মদাত্রী গৃহবধূ আন্জুয়ারা খাতুন (২৪) সাতক্ষীরার কলারোয়া উপজেলার জাফর ইকবালের স্ত্রী এবং উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকসা গৌবিন্দপুর গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। ক্লিনিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে আন্জুয়ারা খাতুনের প্রসব বেদনা উঠলে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে দিবাগত রাত ১১টার দিকে ডাক্তার শেখ আকছেদুর রহমানের তত্ত্বাবধানে সিজার অপারেশনের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়। অদ্ভুত আকৃতির এ কন্যা শিশুটি জন্ম নেওয়ার আধা ঘন্টা পর রাতেই ইন্তেকাল করে। শিশুটির চেহারা ও আকৃতি দেখে কৌতুহল দেখা দেয় সাধারণ মানুষের মনে। সদ্যজাত শিশুটির পিতা জাফর ইকবাল জানান, বিয়ের পর তাদের সংসারে ১টি ছেলে সন্তানের জন্ম হয়। ছেলেটির বয়স সাড়ে ৫ বছর। তবে সদ্যজাত অদ্ভুত আকৃতির কন্যা শিশুটি তাদের দ্বিতীয সন্তান। এ ব্যাপারে জানতে চাইলে ক্লিনিকের ডাক্তার শেখ আকছেদুর রহমান জানান, এটা নবজাতকের একটা জন্মগত ত্রুটি। এ ধরনের নবজাতক বেশিরভাগই বেঁচে থাকে না। জন্ম নেওয়ার আধা ঘন্টা পর শিশুটি মারা যায়।