শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় ফ্রী খাবার বাড়ির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নাভারণ বুরুজবাগান বালিকা বিদ্যালয় সংলগ্ন বাদল নার্সারিতে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শার্শা বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ,সাংবাদিক ইয়ানুর রহমান,মানবসেবা হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান, এম আর মাসুদ,গদখালি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও নবীবনগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,ডিহি ইউপি সদস্যা লিলিফুন নাহার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন,সারসা বার্তা পত্রিকার সম্পাদক-প্রকাশক আব্দুস সালাম গফফার,চ্যানেল এস বেনপোল প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক সত্যপাট এবিএস রনি,গ্রামের কাগজের আব্দুর রহমান,ঝিকরগাছা সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফু্জ্জান বাবু, নাভারণ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,গদখালি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও নবীবনগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,নাভারণ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল হোসেন ফ্রী খাবার বাড়িতে আর্থিক সহযোগিতা করেন।