1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

নাভারন ইউনিয়ন আওয়ামীলীগের জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশের সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২১১ বার সংবাদটি পাঠিত

আক্তারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাতৎ বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১শে আগষ্ট বর্বরোচিত গ্রে‌নেড হামলা দিব‌সে সকল শহীদ‌’দের স্মর‌ণে ঝিকরগাছা উপজেলাধীন নাভারন ইউনিয়ন এর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়।

নাভারন ইউ‌নিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি স‌লেমান হো‌সেন এর সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত শোকসভায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান ও উপ‌জেলা আওয়ামী লী‌গের বিপ্লবী যুগ্ম সাধারন সম্পাদক ম‌নিরুল ইসলাম।

সম্মা‌নিত অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, নাভারন ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি ও চেয়ারম্যান শাহাজান কবীর, ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক প্রভাষক র‌ফিকুল ইসলাম বু‌লি, যুগ্ম- সম্পাদক হারুন অর রশীদ, য‌শোর জেলা যুবলীগ এর সহ-সভাপ‌তি মোঃ আজহার আলী, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ও উপজেলা যুবলী‌গ নেতা র‌ফিকুল ইসলাম বাপ্পী, সা‌বেক সাধারন সম্পাদক ও উপেলা যুবলীগ নেতা শামীম রেজা, ঝিকরগাছা উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সে‌লিম রেজা , উপ‌জেলা যুবলীগ নেতা শা‌হিদুর রহমান শিপলু, ঝিকরগাছা ইউ‌নিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক খাইরুল হুদা রা‌সেল ও ঝিকরগাছা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক ইমরান রশীদ,যুবলীগ নেতা আলমগীর হো‌সেন।

উপ‌স্থিত ছি‌লেন নাভারন ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা ফি‌রোজ আহ‌মেদ, ‌সোহর‌াব হো‌সেন, আসলাম হো‌সেন, ফজলুর রহমান, জ‌সিম উ‌দ্দিন, মোস‌লেম আলী, আব্দুল মা‌জেদ, লাল মিয়া,ফারুক আহ‌ম্মেদ মুকুল, ফারুক হো‌সেন , শামসুজ্জামান শিপলু, ইউ‌নিয়ন ছাত্রলী‌গের আহবায়ক ইমামুল হো‌সেন শুভ, যুগ্ম আহবায়ক হেদা‌য়েত হো‌সেন, ছাত্রলীগ নেতা শামীম হো‌সেন, সুজন হো‌সেন প্রমূখ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION