আসাদুর রহমান:যশোরের শার্শায় বাগআঁচড়া ৫নম্বর বসতপুর ও ৪নম্বর সোনাতনকাটি ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বসতপুর হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা চত্বরে শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশিদ মিলন, শাহিন হাসান, বসতপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রওশন আলী, সোনাতনকাটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তবিবর রহমান বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আবু তালেব সরদার, আশরাফ আলী আশু মেম্বর, খাইরুল আলম দুষ্টু, বাগআঁচড়া বসতপুর হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম,
বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহম্মদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল, যুগ্ম সাধারণ সসম্পাদক জামির হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান, আমিনুর রহমান, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগআঁচড়া বসতপুর হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার হাফেজ আব্দুল্লাহ।