সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ দীর্ঘ ৪মাস২৩দিন পর ভারতে যাতায়াতের প্রথম দিন হওয়ায় বেনাপোল পাসপোর্ট যাত্রিদের উপচেপড়া ভীড় হয়।ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে২৩৭জন যাত্রী ভারতে প্রবেশ করে।প্রাকৃতিক দুর্যোগ করোনা ভাইরাস মোকাবেলা প্রতিহত করতে বেনাপোল বন্দর দিয়ে সকল পাসপোর্ট যাত্রিদের ভারত ভ্রমন নিষধাজ্ঞা জারি করা হয়।যার ফলে বাংলাদেশি ভারত ভ্রমন পিপাসু যাত্রিরা ও ভারতীয়রা প্রবেশ করতে পারে নাই।
বুধবার(১৯শে আগস্ট)সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রবেশ করতে থাকে পাসপোর্ট যাত্রীরা।প্রথম দিনে ভারতে প্রবেশ যাত্রীর সংখ্যা ভারতীয় ২৩৩ জন ও বাংলাদেশি ৪ জন সর্ব মোট ২৩৭ জন। ভারতীয় সরকারের নির্দেশে শর্ত সাপেক্ষে যাত্রী যাতায়াত করে।
সারাবিশ্বে মুহূর্তে করোনাভাইরাস যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েয় চলেছিল। ভারতীয় সরকার করোনা রুখতে বাংলাদেশের সাথে ভ্রমন না করার জন্য চিটির মাধ্যমে নিষেধজ্ঞা যারি করে।যার কারণে বাংলাদেশ থেকে কোন যাত্রী ভারতে প্রবেশ করে নাই।বাংলাদেশে ভারতীয় পাসপোর্ট যাত্রীরা আটকা পড়ে যায়।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, আজ ভারত সরকারের নির্দেশে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকরা সে দেশে প্রবেশ করছে। বাংলাদেশি যাত্রিদের শর্তসাপেক্ষে কাগজপত্র সঠিক থাকলে ভারতে প্রবেশ করতে পারবে।পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশের প্রথম দিন হওয়া সতস্ফুর্ত দেখা যায়।পাসপোর্ট যাত্রীরা ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশ করে।