স্টাফ রিপোর্টার: যশোরে কৃষক সংগ্রাম সমিতির ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনের শ্লোগান ছিলো ‘কৃষি ও কৃষকের সমস্যইয় মুলত জাতীয় সমস্যা’।
মানববন্ধন থেকে পাটের প্রতিমণ মুল্য ন্যুনতম ৩ হাজার টাকা নির্ধারণ, পাট শিল্প বিরাষ্ট্রীয়করণ বাতিল, কৃষিভিত্তিক শিল্প আধুনিকায়ন ও জাতীয়করণসহ তাদের ৭ দফা দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, কৃষকরাই এদেশের প্রাণ, অথচ তাদের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়না। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের স্বার্থের পরিন্থী সিদ্ধান্ত নেয়া হয়। কৃষিভিত্তিক শিল্প গড়ে না তোলা এবং পাটকল বিরাষ্ট্রীয়করণের চেষ্টা তারই প্রমাণ। বক্তারা এর বির”দ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
বাংলাদেশ কৃষক সংগ্রাম কমিটির যশোর জেলার সহ-সভাপতি সোহরাপ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্তিত ছিলেন।