সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩১২ বোতল ফেন্সিডিল সহ জাহান আলী মোল্লা (৪৭)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বুধবার(১৯শে আগস্ট)সকালে খড়িডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে থেকে আটক করা হয়।আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের হযরত মোল্লার ছেলে।
৪৯বিজিবি বেনাপোল ক্যাম্প থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে টহল দল খড়িডাঙ্গা গ্রাম হতে ফেন্সিডিলের এ চালান সহ আসামিকে আটক করা হয়েছে।আটকের বিষয়টি নিশ্চিত করেন সুবেদার লালমিয়া।
আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।