1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ টি পদে ২২ মনোনয়নপত্র জমা

  • প্রকাশের সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭৬ বার সংবাদটি পাঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে মঙ্গলবার ১৫টি পদে ২২ জন মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটির নিকট জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় ছিল মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত।
কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জানান, কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান জমা দিয়েছেন। এ পদে আর কেউ জমা দেননি। সহ-সভাপতি পদে জমা দিয়েছেন আবদুস সাত্তার, রুহুল কুদ্দুস আবদুল হাই সিদ্দিকী ।সাধারণ সম্পাদক পদে মোতাহার হোসাইন ও জয়দেব চক্রবর্ত্তী,যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম আর মঈন আবদুর রহমান,আবদুল মজিদ ও উৎপল দে ,কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান,এ পদে আর কেউ জমা দেননি। দফতর সম্পাদক মশিয়ার রহমান আর কেউ জমা দেননি। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম আর কেউ জমা দেননি। গ্রন্থাগার সম্পাদক পদে শাহীনুর রহমান ও মতিয়ার রহমান। নির্বাহী সদস্য পদে নূরুল ইসলাম খান,কে এম কবির হোসেন আবদুর রাজ্জাক আবদুল্লাহ আর ফুয়াদ ,আবদুল করিম এ কে আজাদ ইকতিয়ার ও রুহুল আমীন বিশ্বাস।
আগামী ৫ সেপ্টেম্বর কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবদুস সালাম জানান।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION