তাসনিমুল হাসান,ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশবিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের
শিক্ষক সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিককে বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, অধ্যাপক ড. জাকারিয়া রহমান সভাপতির পদ থেকে অব্যাহতি চাওয়ায় তাঁকে ১৭ই আগষ্ট ২০২০ তারিখ অপরাহ্ন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক-কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশােধিত ১০ (১) ধারা মােতাবেক ১৮ই আগষ্ট ২০২০ তারিখ পূর্বাহ্ন থেকে পরবর্তী ০৩ বছরের জন্য মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়ােগ করা হয়। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযােগ-সুবিধা পাবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, অধ্যাপক ড. মাে: জাকারিয়া রহমান দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মার্কেটিং বিভাগের সভাপতির দায়িত্ব পালন
করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।