1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

নাভারন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ই আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ১৪২ বার সংবাদটি পাঠিত

আক্তার মাহমুদঃ ১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে নিহত স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের শাহাদাৎ বার্ষিকীতে নাভারন ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাড়িয়া নিমতলা মোড়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাভারন ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি ও চেয়ারম্যান শাহাজান আলীর সভাপ‌তি‌ত্বে শোকসভায় প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম।

সম্মা‌নিত অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, য‌শোর জেলা যুবলীগ এর সহসভাপ‌তি আজহার আলী, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ও উপজেলা যুবলী‌গ নেতা র‌ফিকুল ইসলাম বাপ্পী, সা‌বেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা শামীম রেজা, নাভারন ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক প্রভাষক র‌ফিকুল ইসলাম বু‌লি, ঝিকরগাছা ইউ‌নিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম-সম্পাদক খাইরুল হুদা রা‌সেল, ঝিকরগাছা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক ইমরান রশীদ, নাভারন ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা মোস‌লেম আলী, নুর ইসলাম, আব্দুল হা‌কিম, আব্দুর র‌হিম, লাল্টু হো‌সেন, সাইফুল ইসলাম মেম্বার, আব্দুল মা‌জেদ, লাল মিয়া, যুবলীগ নেতা ফারুক আহ‌মেদ মুকুল, ফারুক হো‌সেন, গদখালী ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি ও মেম্বর র‌ফিকুল ইসলাম, নির্বাস‌খোলা ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা র‌ফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, যুবলীগ নেতা শামছুজ্জামান শিপলু, ইব্রা‌হিম,ঝিকরগাছা উপ‌জেলা ছাত্রলীগ নেতা আ‌রিফ হো‌সেন, ত‌রিকুল ইসলাম, র‌নি হো‌সেন, শিহাব উদ্দীন রাজ, মেরাজ হোসেন মিঠু প্রমূখ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION