1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক দুরুত্ব বাজায় রেখে এজেন্ট ব্যাংকের উদ্বোধন

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ১৫৫ বার সংবাদটি পাঠিত

আবু সাঈদ আল জিহাদঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে বালিয়াডাঙ্গা বাজারে হামজা টাওয়ারে ১৮ আগস্ট মঙ্গল বার বেলা ১১ টায় আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখার আউটলেট উদ্বোধন হয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠন উপলক্ষে সামাজিক দূরুত্ব বজায় রেখে আলোচনা সভা ও দোয়া অমনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আল-আরাফাহ্ এজেন্ট ব্যাংকের বালিয়াডাঙ্গা আউটলেট শাখা ব্যবস্থাপক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিঃ হেড অব এজেন্ট ব্যাংকিং এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আবেদ আহাম্মদ খান

এসময় বিশেষ অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিঃ এর চাঁপাইনবাবগঞ্জের শাখা ব্যবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম বালিয়াডাঙ্গা উচ্চবিদ্যালয়ের (অব) প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, (অব) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আতাউর রহমান (মুক্ত) বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মালেক ( মানিক) মাওলানা আব্দুল বাশির যাদুপুর দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল রহমান সহ স্থানিয় ব্যবসায়ীরা এবং গণ্যমান্য বাক্তিরা।

আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন সাধারণ মানুষের কাছে সহজভাবে ব্যাংকের সেবা প্রদান করাই আল-আরাফাহ্ ব্যাংকের উদ্দেশ্য। তাই আপনারা সবাই আল-আরাফাহ্ এজেন্ট ব্যাংকের বালিয়াডাঙ্গা আউটলেট শাখায় আসবেন এবং সেবাগ্রহন করবনে।

সভাপতির বক্তব্যে আল-আরাফাহ্ এজেন্ট ব্যাংকের বালিয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন বালিয়াডাঙ্গা বাসির কাছে সহজভাবে ব্যাংকের সেবা পৌঁছে দেওয়ার আমাদের লক্ষ তাই আপনার আসুন এজেন্ট ব্যাংকে লেনদেন করুন আল-আরাফাহ্ এজেন্ট ব্যাংক আপনাদের পাশেই আছে। শেষে এজেন্ট ব্যাংকের উত্তোরত্তর কামনা করে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল রহমান।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION