1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোরে আরো নতুন ৬৩ করোনা পজেটিভ শনাক্ত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৫৭ বার সংবাদটি পাঠিত

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেডিকেল কলেজের পরীক্ষায় সোমবার রাতে যশোরেের ১৫৫টি নমুনা রিপোর্টের মধ্যে ৬৩টি পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার তাদের ল্যাবে যশোরের ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এগুলো যশোরে ৬৩টি নমুনা পজেটিভ শনাক্ত হয়৷
পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে যশোরের ৬৭টি পজেটিভ ফল দেয়। যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, সোমবার রাতে যশোর জেলার ১৫৫ টি নমুনার রিপোর্ট এসেছে৷ এগুলির মধ্যে ৬৩টি পজেটিভ শনাক্ত হয়েছে তার সব গুলি নতুন৷
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত যশোর জেলায় করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৪৭৭ জন৷ সুস্থ্য হয়েছেন ১হাজার চারশত ৭৩জন৷ খুলনা থেকে যে ৬৩টি রিপোর্ট পজেটিভ এসেছে তার মধ্যে সব গুলি নতুন শনাক্ত৷ এবং এপর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃৃৃত্যু হয়েছে বলেন এ কর্মকর্তা৷
নতুন আরেকটি পিসিআর মেশিন স্থাপন ও ল্যাব জীবাণুমুক্ত করার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার কাজ পাঁচদিন বন্ধ ছিল। এই সময়কালে যশোরসহ আশপাশের সব জেলার নমুনা খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার সাংবাদিক দের জানান,সোমবার তাদের ল্যাব চালু হয়েছে। এদিন যশোর, নড়াইল ও মাগুরার মোট ২০৫টি নমুনা পরীক্ষার জন্য যবিপ্রবি জেনোম সেন্টারে পাঠিয়েছেন সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জনরা। এরিপোর্ট লেখা পর্যন্ত (যবিপ্রবি) থেকে কোন রিপোর্ট প্রকাশ করা হয়নি৷#

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION