কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারের কলেজ গেটে মেসার্স রিমি এন্টারপ্রাইজ আর এফ এল পণ্যের শোরুম উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে মেসার্স রিমি এন্টারপ্রাইজ আর এফ এল পণ্যের ডিলার মালিক কন্ঠশিল্পী রিয়াজ লিটনের সভাপিতত্বে প্রধান অথিতি হিসেবে ফিতা কেটে আর এফ এল পণ্যের এর ম্যানেজিং ডিরেক্টর আর এন পাল। এ সময় উপস্থিত ছিলেন আর এফ এল এর জেনারেল ম্যানেজার মফিদুল হক, জেনারেল ম্যানেজার আয়ুব আলী, সিনিয়র ম্যানেজার রাশিদুল হক, ডিজিএম আকরামুল হক, রেজাউল ইসলাম প্রমুখ।