কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে সুবোধমিত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিসব উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিযোগিতা পুরস্কার বিতরণ বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে। শনিবার দুপুরে সবোধমিত্র মেমোরিয়ার অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ফাউন্ডেশনের সভাপতি জে.বি- মুন্নার সভাপতিত্ব ও পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এ্যাডঃ মিলন মিত্র, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাসার খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মাহাতাপ হোসেন, ফাউন্ডেশনের সুভাশীষ দত্ত, কিশোর কুমার মন্ডল, কেশবপুর নিউজ ক্লাবের প্রচার সম্পাদক আজিজুর রহমান,সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, সমাজসেবক স্বপন বিশ্বাস, যুবলীগনেতা নারায়ন দাস প্রমুখ। অনুষ্ঠানে দৃষ্টি ও বাক প্রতিবন্ধী ১০ জন মেধাবী শিক্ষাথীর মাঝে জাতীয় শোক দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।