কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তের হত্যাকান্ডের ঘটনায় আটককৃত হত্যা মামলার আসামী কামরুজ্জামান ওরফে কামরুল ইসলামকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন যশোর চীপ জুডিশিয়াল আদালত। আটক ব্যক্তি হলেন উপজেলার চাঁদড়া গ্রামের এরশাদ আলী শেখের ছেলে। শনিবার বিকালে কেশবপুর থানার তদন্ত ওসি শেখ ওহিদুজ্জামান আসামীকে যশোর চিপ জুডিশিয়াল আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।শুনানি শেষে চিপ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কেশবপুর থানা পুলিশ শুত্রবারে ১৪ আগস্ট রাতে চাঁদড়া গ্রাম থেকে কামরুজ্জামান ওরফে কামরুল ইসলামকে আটক করেন। উল্লেখ্য গত ২ আগস্ট রাতে চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তকে নিজ বাড়ির পাশে কলা বাগানে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ৩ আগস্ট সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কেশবপুর থানার তদন্ত ওসি শেখ ওহিদুজ্জামান বলেন, চাল ব্যবসায়ী সাধন কুমার দত্তের হত্যার ঘটনায় সন্দেহজনক ভাবে কামরুজ্জামান ওরফে কামরুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিঞ্জাসাবাদে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তাকে বিঞ্জ আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে হত্যার আসল রহস্য উৎঘটনের জন্য তার জিঞ্জাসাবাদ চলছে।