বিশেষ প্রতিনিধিঃ পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে করজে হাসানা গ্রপের ব্যাবস্থাপনায় অসহায় আলেম কে হুইল চেয়ার প্রদান। মনিরামপুর থানার শ্যামকুড় ইউনিয়নের হাসাডাঙ্গা গ্রামের অসহায় আলেম ক্বারি আব্দুল আজিজ দীর্ঘদিন পক্ষাঘাতে বিছানায় শায়িত। অসহায় এই মানুষটির পাশে এগিয়ে আসেন পিসব পরিচালক ইমরান হুসাইন হাবিবি, ব্যাবস্থা করে দেন হুইল চেয়ারের। আজ উলামা নগর মাদ্রাসায় কারী আব্দুল আজিজ সাহেবের হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার। এসময় উপস্থিত ছিলেন করজে হাসানার পরিচালনা মন্ডলির সদস্য মাওলানা আশরাফ ইয়াছিন, পিসব মনিরামপুর প্রতিনিধি মাওলানা হাসান আল মামুন, উলামা নগর মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান কাসেমি, যশোর ট্রাভেলার্স এর এডমিন নাসিম খান, জাহিদুল ইসলাম, ইউসুফ আলি, ইমদাদ হোসেন প্রমুখ।