1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী নেওয়ায় জেলা প্রশাসনের ৫৯ হাজার জরিমানা আদায়

  • প্রকাশের সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৫১ বার সংবাদটি পাঠিত

আবু সাঈদ আল জিহাদঃ করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চলমান আছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান। সরকারি নির্দেশনা অমান্য করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও ঢাকাগামী গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করছে এবং ৬০% বৃদ্ধির হারে ভাড়া আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে(১৫ই আগস্ট) শনিবার বিকেল ৬টার সময় সদর উপজেলার দারিয়াপুর বাস টার্মিনাল এলাকায় মহাসড়কে অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ভ্রামমান আদালত।

পেশকার রেজাওয়ান কবির দৈনিক প্রতিদিনের কন্ঠ কে জানান, জেলা প্রশাসনের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে, মোটরযান পরিদর্শক মেহেদী হাসানের উপস্থিতিতে,আনসার ব্যাটালিয়ন টিমের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে, গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করায় (সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারায়) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম,গণপরিবহন আল হাফিজ এন্টারপ্রাইজ কে ১০ হাজার টাকা,যাত্রী সেবাকে ১০ হাজার টাকা এবং অন্য এক পরিবহন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে।
অন্যদিকে,একই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন, গনপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে, (সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৮০ ধারায়) প্রান্ত ট্রাভেলসকে ৪ হাজার টাকা,ভাই ভাই নাইস কে ৫ হাজার টাকা,একজনকে ৩ হাজার টাকা এবং পরিবহনের রোড পারমিট না থাকায় ( ২০১৮ এর ৭৭ ধারায়) এক পরিবহন মালিককে ৭ হাজার টাকা অথর্দন্ড প্রদান করেন ভ্রামমান আদালত।মোট ৭টি মামলায় ৫৯ হাজারা টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম দৈনিক প্রতিদিনের কন্ঠ কে জানান, গোপনে সংবাদ পেয়ে তাৎক্ষণিক জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরো বলেন,এই করোনা পরিস্থিতিতে জনগণের সুবিধার স্বার্থে যেকোনো সমস্যা সমাধান করতে প্রস্তুত আছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION