শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের নাভারণে’ শনিবার বিকালে নাভারণ ডিগ্রি কলেজ’ হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫’তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগেরে উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সালেহ আহমেদ মিন্টু, সদর ইউনিয়ানের চেয়ারম্যান সোহরাব হোসেন,সালেহ আহমেদ উপজেলা বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন, সাংবাদিক সেলিম রেজা, যুবলীগ নেতা মোকলেছুর রহমান কাকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহারিয়ার আলম বাদল, উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা আল-আমীন, প্রভাষক আবু বকর সিদ্দিক বনি, শার্শা ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং শার্শা ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন গ্রাম থেকে আগত গ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীরা। দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।