আক্তার মাহমুদঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে ঝিকরগাছা উপজেলায় দিনভর বিভিন্ন বিভিন্ন কর্মসূচীতে যোগদান করেন যশোর ২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।
সকাল ৮ টায় ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য ডাঃ নাসির উদ্দিন। এছাড়া পৌর পরিষদ , বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান গুলো বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।
সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ” জাতীয় শোক দিবস’ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান এর সভাপতিত্বে তাঁরই সভাকক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, পুরস্কার ও যুব ঋন বিতরন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , সংসদ সদস্য ডাঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদের সঞ্চালনায় শোক দিবসের এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, নাজিম উদ্দিন, লিয়াকত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন পলাশ , উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, সমাজসেবা কর্মকর্তা এ এস এম অহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরব আলী, জেলা যুবলীগ নেতা আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, সাবেক সাধারন সম্পাদক শামীম রেজা, বর্তমান সভাপতি এহসানুল হাবিব শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সামছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা প্রভাষক আশরাফ উদ্দিন, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খাইরুল হুদা রাসেল ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমরান রশীদ , এমপি ‘র পৌর প্রতিনিধি নাসির উদ্দিন , যুবলীগ নেতা নজরুল,আব্দুল জব্বার,ইমামুল হাবিব জগলু প্রমূখ।