মোস্তাকিম সাকিবঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জম্মদিন উপলক্ষে, দেশনেত্রীর আরোগ্য, দীর্ঘায়ু প্রার্থনায় এবং করোনাভাইরাসে মৃতদের আত্নার শান্তি, অসুস্থদের সুস্থতা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশার হাত থেকে মুক্তির জন্য মনিরামপুর উপজেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বি এন পির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান জেলা বি এন পির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোহাম্মদ মুছা সাহেব,উপজেলা কৃষক দলের সভাপতি এ্যাডঃ মুজিবুর রহমান, বি এন পি নেতা জাফর আলী, বি এন পি নেতা জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুদলের আহবায়ক প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান সহ, উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।