1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোরে র‌্যাব ও পুলিশের আলাদা অভিযান এক কেজি সাতশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৬৬ বার সংবাদটি পাঠিত
যশোরে র‌্যাব ও পুলিশের আলাদা অভিযান এক কেজি সাতশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টারঃ পুলিশ ও র‌্যাবের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে এক কেজি সাতশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় গাঁজা নিজ দখলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া চঞ্চলের বাড়ির ভাড়াটিয়া মৃত রহমান গাজীর ছলে মুন্না গাজী, বেনাপোল পোর্ট থানার অন্তর্গত ৪ নং ঘিবা গ্রামের এজবার আলীর ছেলে সাজজুল আলী ও যশোর সদর উপজেলার লেবুতলা দত্তপাড়ার পরিতোষ দত্তর ছেলে প্রহলাদ দত্ত। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার ১২ আগষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ি পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার ১১ আগষ্ট সকালে গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া চেকপোষ্টের গোল চত্বও এক পূর্ব পাশ^ থেকে সাজজুল আলীকে গাঁজা বিক্রির অভিযোগে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১ কেজি ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে, ফুলবাড়ী পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে,মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে উক্ত ক্যাম্পের পুলিশের একটি দল যশোর মাগুরা সড়কের মনোহরপুর বাজারস্থ ইছালী রোডে চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশী কার্যক্রম চালানোর এক পর্যায় লেবুতলাগামী একটি বাজাজ সিটি মোটর সাইকেল (যশোর হ- ১৪-১৫৮২) থামানোর সংকেত দেয়। উক্ত মোটর সাইকেল আরোহীদের মধ্যে প্রহলাদ দত্তকে গ্রেফতার করলে তার সহযোগী সদর উপজেলার লেবুতলা তেঁতুলতলার আলী হোসেন বক্সের ছেলে সাগর হোসেন দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এ সময় প্রহলাদ দত্তের শরীর তল্লাশী করে শরীরে বিশেষ কায়দায় বেঁধে রাখা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এছাড়া,র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার ১১ আগষ্ট সন্ধ্যারাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের চাঁচড়া রায়পাড়া কয়লা পট্টি জনৈক সোহরাব হোসেন ছুটুর বাড়ির সামনে গাঁজা বিক্রি কালে মুন্না গাজী নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৪শ’ গ্রাম গাঁজা,গাঁজা বিক্রির নগদ ৭৪০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION