আবু সাঈদ আল জিহাদঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ দফাদার, মহাল্লাদের মাঝে পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে পোষাক সরঞ্জামাদি বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সহকারী ভূমি কমিশনার আনিসুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জে এম নুরুল হক বিশেষ অতিথি
স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এ, কে, এম তাজকির-উজ জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি।
সদর থানার ওসি মোঃ মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আখতার। রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসিন আলীচরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল বশির। আলোচনা সভায় বক্তারা বলেন গ্রামপুলিশ দফাদার ও মহাল্লাদগন সজাগ থাকলে সমাজে অপকর্ম কম হয়, যেকোন অপরাধ দমনে তৃনমূল পর্যায়ে গ্রামপুলিশের ভুৃমিকা অনেক। তাই সকলে মাদক বাল্যবিয়ে সহ সকল অপকর্ম সজাগ ভাবে দামন করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সদর উপজেলার ১৪০ জন গ্রামপুলিশ দফাদার ও মহাল্লাদের মাঝে পোষাক ও সরঞ্জামাদি তুলেদেন অতিথিরা।