1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

আরো ১৯ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়

  • প্রকাশের সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২২২ বার সংবাদটি পাঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আরো ১৮৫ জনের করোনা ভাইরাস নমুনা পরীক্ষার ফলাফল সিভিল সার্জন অফিসে এসেছে। এর মধ্যে নতুন করে আরো ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই ১৯ জনের মধ্যে জেলা সদরের ১৪ জন, শিবগঞ্জের ৩ জন ও নাচোল উপজেলার ২ জন রয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৭ টার দিকে ঢাকার শেরেবাংলানগরস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে এই ফলাফল সিভিল সার্জন অফিসে আসে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত এই জেলায় ৫৬৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০১ জন। মারা গেছেন ১০ জন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION