1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শার্শায় থেকে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক-১

  • প্রকাশের সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ১৬৩ বার সংবাদটি পাঠিত

আসাদুর রহমান শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল বালুন্ডা গ্রাম থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ শফিকুল ইসলাম(৪২) নামে এক মাদক ব্যবসীয়কে আটক করে পোর্ট থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী শফিকুল বালুন্ডা গ্রামের মৃত হাতেম আলী মোড়ল এর ছেলে।

বুধবার(১২ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান জানান,পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইন-চার্জ বেনাপোল পোর্ট থানার সার্বিক তত্ত্বাবধানে বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামস্থ বালুন্ডা উত্তরপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ শফিকুল ইসলামকে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং- ১১, তাং- ১২/০৮/২০২০ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ) রুজু করা হয়েছে। আসামীকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION