1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ঝিকরগাছা উপজেলার- আটুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্ধোধন

  • প্রকাশের সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ১২৩ বার সংবাদটি পাঠিত

আক্তার মাহমুদ (ঝিকরগাছা) প্রতিনিধি : ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউ‌নিয়‌নের আটু‌লিয়া সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের চার‌ তলা ভবন ভি‌ত্তির উপর দুই তলা ভবন নির্মান কাজ( যার প্রাক্ক‌লিত ব্যয় ৭০ লাখ ৩১ হাজার ৩শত ৯০ চাকা) শে‌ষে নতুন ভব‌নের শুভ উ‌দ্বোধন ক‌রেন প্রধান অ‌তি‌থি য‌শোর ২ আস‌নের এম‌পি বীরমু‌ক্তি‌যোদ্ধা মেজর জেনা‌রেল (অবঃ) ডাঃ না‌সির উ‌দ্দিন। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, উপ‌জেলা চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সে‌লিম রেজা, ম‌হিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী , থানা অ‌ফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আজাহার আলী ও গঙ্গননাদপুর ইউ‌পি চেয়ারম্যান বদরু‌দ্দিন বিল্টু। আ‌রো অতি‌থি ছি‌লেন, উপজলা সহকারী প্রাথ‌মিক অ‌ফিসার সাইফুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউ‌পি’র সা‌বেক চেয়ারম্যান আ‌মিনুর রহমান, প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক ইমরান রশীদ, ইউ‌নিয়ন আওয়ামীলীগ সভাপ‌তি আতাউর রহমান ঝন্টু, যুবলীগ সভাপ‌তি গোলাম হো‌সেন, তা‌লিমুল ইসলাম, উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারন সম্পাদক কামাল হো‌সেন , ছাত্রলীগ নেতা মামুন হো‌সেন , ফারুক হো‌সেন প্রমূখ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION