1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মানব সেবার ও করোনার এক উজ্জ্বল দৃষ্টান্ত তাকওয়া ফাউন্ডেশন

  • প্রকাশের সময় সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২১৭ বার সংবাদটি পাঠিত

মোস্তাকিম সাকিবঃ মানবতা যেখানে মুখ ধুবড়ে পড়ে, দ্বায়িত্ববোধ সেখান থেকে সোজা হয়ে দাঁড়ায়৷ করোনার মত মহামারি আর আম্ফানের মত প্রাকৃতিক দুর্যোগ যখন বাংলাদেশের মাটিকে গ্রাস করে এদেশের খেটে খাওয়া অসহায় মানুষকে ভঙ্গুর আর চিড়েচ্যাপ্টা অবস্থানে পৌঁছিয়েছে, যখন তাদের হাহাকার আর আর্তনাদ সুশীল সমাজের কান পর্যন্ত পোঁছায়নি, ঠিক তখনি সামাজিক দায়বদ্ধতা নিয়ে তাদের হাহাকার, আর্তনাদের গ্লানি মুছে দেওয়ার জন্য এক মানবতার দূত তরুণ আলেম গাজী ইয়াকুব কাজ শুরু করেন৷ প্রতিষ্ঠা করেন ‘‘তাকওয়া ফাউন্ডেশন’’ নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন৷ যে সংগঠনের একটাই উদ্যেশ্য, অসহায়দের সেবা করা৷ একে একে এ সংগঠনে এগিয়ে আসে হাজার হাজার স্বেচ্ছাসেবক৷ তাকওয়া ফাউন্ডেশন পৌঁছে যায় ঢাকা ও ঢাকার গন্ডি পেরিয়ে দেশের ৫৭টি জেলায়৷ করোনা রোগীর সেবা করা, করোনায় মৃত্যুবরণ করা লাশের দাফন-কাফন, করোনায় সুরক্ষা সামগ্রী বিতরণ, অসহায়দের মধ্যে প্রয়োজনীয় খাবার বিতরণ৷ মহা দুর্যোগ আম্ফানে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতাসহ রোহিঙ্গা শিবিরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এসব কিছুই সফলভাবে সম্পূর্ণ করেছে তাকওয়া ফাউন্ডেশন ৷ যার ফলশ্রুতি তারা পেয়েছে এদেশের লক্ষ কোটি মানুষের অকৃত্রিম ভালোবাসা৷ সংগঠনটি এরই মধ্যে সরকারিভাবে নিবন্ধিত হয়েছে৷

এরই ধারাবাহিকতায় যশোরে গঠিত হয় তাকওয়ার স্বেচ্ছাসেবক টিম, তাকওয়া ফাউন্ডেশন যশোর জেলা সমন্বায়ক নাসিম খানের সাথে আলাপকালে জানা যায় ফেসবুকে গাজী ইয়াকুবের ষ্টাটাস দেখে আমাদের ভ্রমণ গ্রুপ যশোর ট্রাভেলার্স এর স্বেচ্ছাসেবকদের নিয়ে পরামর্শ করি, এক্ষেত্রে সবচেয়ে বেশি পরামর্শ ও সহযোগিতা দেন তাকওয়ার কেন্দ্রীয় সদস্য ও আমাদের এডমিন আশরাফ ইয়াছিন। অতঃপর সিদ্ধান্ত হয় তাকওয়ার স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার, মাওলানা আশরাফ ইয়াছিন, নাসিম খান, মাওলানা হাসন আল মামুন, মাওলানা মুহিববুল্লাহ, মাওলানা মুহিব, ইউসুফ আলি, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, মাওলানা আজাদ মৃধা, বি এম আতাউল্লা, কাজি সবুজ, তাহমিদ খান, জসিম খান, মাওলানা শামসুজ্জামান, সাইয়্যেদাতুন নেসা, মুক্তি বেগমের সমন্বয়ে গঠিত হয় স্বেচ্ছাসেবক টিম।

তাকওয়া ফাউন্ডেশন যশোর টিম শুধুমাত্র দাফন কাফন নয় বরং অন্যান্য সামাজিক কাজেও মনিরামপুর বাসীর প্রশংসা কুড়িয়েছে। তাকওয়ার দায়িত্বশীল মাওলানা আশরাফ ইয়াছিন এর সাথে আলাপকালে জানা যায় করোনাকালে ৩ দফায় প্রায় চারশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করেন, এবং ঈদের আগে একশত পরিবারের মাঝে ঈদ উপহার দেন, এবং রমজানের প্রতিদিন ইফতার এর পুর্বে পৌরশহরে পথচারীদের মাঝে ইফতার বিতারন করেন। সম্প্রতি আম্পানে মনিরামপুর এর ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের মাঝে ও হোগলাডাঙ্গা পূর্ব পাড়া জামে মসজিদের টিন দেওয়া হয়। এছাড়াও কেন্দ্রিয় টিমের সাথে সাতক্ষীরা জেলার গাবুসা, শ্যামনগর, দেবহাটায় সপ্তাহখানেক অবস্থান করে ত্রান বিতারন করেন। তাকওয়ার নলকূপ প্রজেক্টে এখন পর্যন্ত মনিরামপুরে তিন পরিবার ও বালিয়াডাঙ্গা খানপুর জামে মসজিদে টিউবওয়েল স্থাপন করা হয়, প্রকল্পটি চলমান।

তাকওয়া যশোর টিম এ পর্যন্ত মোহনপুর গ্রামের আব্দুল মোমিন, মাহমুদা বেগম, চালুয়াহাটির সিরাজুল ইসলাম বাবু, বিজয়রামপুরের আব্দুর রশিদ, হাসাডাঙ্গার ডাঃ আব্দুল ওয়াহাব, তাহেরপুরের আবুবকর, যশোর হরিদাস দত্ত লেনের রওশন আরা বেগম, হোগলাডাঙ্গা গ্রামের শওকত হোসেন, মোহনপুর গ্রামের হায়দার আলির স্ত্রীর, জালঝাড়া বউ বাজারের আব্দুল লতিফ, ও পৌর শহরের নুরুল ইসলাম এর দাফন কাফন কার্য সমাধা করেন, এদের মধ্যে তিন জন নিশ্চিত করোনা আক্রান্ত বাকিরা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেন। তবে দাফন কাফনের জন্য তারা মৃত পরিবার হতে কোন বাবদ কোন প্রকার খরচ গ্রহন করেন না।

তাকওয়া ফাউন্ডেশন আসন্ন কুরবানী ঈদে সবার জন্য কুরবানি শীর্ষক প্রকল্পের আওতায় এবার কুরবানীতে মনিরানপুরে পশু জবেহ করবে। এছাড়াও সাবলম্বি প্রকল্পের আওতায় ছাগল, সেলাইমেশিন বিতারনের ইচ্ছা আছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION