যশোর প্রতিনিধিঃ টাকা ধার নেওয়ার সূত্রধরে প্রতিবেশী নারী পুরুষের হামলায় রানা আহম্মেদ (৩৮) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া (মুক্তিযোদ্ধা রয়েল এর বাড়ির পাশের্^) খোকনের ড্রাইভারের ছেলে রানার বাড়িতে। আসামীরা হচ্ছে, ওই এলাকার খোকন ড্রাইভারের ছেলে রানা,মৃত তক্কেল মিস্ত্রীর ছেলে খোকন ড্রাইভার,রানার স্ত্রী মোছা নূর জাহানসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার রানা আহম্মেদের স্ত্রী মোছাঃ নাসরিন নাহার শুক্রবার গভীর রাতে কোতয়ালি মডেল থানায় উল্লেখিত আসামীদের নাম উল্লেখ করে দায়েরকৃত এজাহারে বলেছেন,তার স্বামী রানা আহম্মেদ খোকন ড্রাইভারের ছেলে রানার কাছ থেকে গত ১ জুলাই ১ মাসের জন্য ১০ হাজার টাকা ধার নেয়। উক্ত টাকা নেওয়ার পর ১০ দিন পর থেকে রানা টাকা ফেরত চেয়ে রানা আহম্মেদকে হুমমী ধামকী দেয়। গত ১৫ জুলাই সন্ধ্যায় রানার স্ত্রী মোছাঃ নূর জাহান রানা আহম্মেদের বাড়িতে এসে রানা আহম্মেদকে ডেকে নিয়ে যায় তার স্বামী রানার কথা আছে বলে। সন্ধ্যা সোয়া ৭ টায় রানার বাড়ির উঠানে পৌছানোর পর ধারের টাকা নিয়ে তর্ক বির্তকর এক পর্যায় ধারালো দা দিয়ে রানা আহম্মেদকে রানাসহ তার পিতা ও স্ত্রী মারপিট করে শার্টের পকেটে থাকা নগদ ৫ হাজার ৮শ’ টাকা কেড়ে নেয়। রানা আহম্মেদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণনাশের হুমকী দিয়ে ছেড়ে দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।