বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল গফুর এর বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা কক্ষে এই ঘটনা ঘটে।
উক্ত ছাত্রীকে মাদ্রাসার সহকারী সুপার আব্দুল গফুর জোর করে শ্লীলতা হানি করেছেন বলে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি যেয়ে তার পিতার কাছে সব খুলে বলে। পরে মেয়ের বাবা ও গ্রামের বাসিন্দারা মাদ্রাসায় আসলে সহকারী সুপার গফুর পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান এলাকাবাসী মাধ্যমে জানতে পেরে মেয়ের আব্বার অভিযোগ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান ইছাপুর গ্রামের ইউপি সদস্য আব্দুস সালামের মাধ্যমে খবর পায় সহকারী সুপার গফুর কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির বিষয়টি পরে থানার কর্মকর্তা কে ব্যবস্থা নেওয়া জন্য নির্দেশ দেয়া হয়েছে।
শার্শা থানার ওসি মোঃবদরুল আলম জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখার জন্য বলেছেন। এ ব্যাপারে মামলা হবে।
এ দিকে একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।