শহিদ জয়, যশোর প্রতিনিধিঃ করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় যশোওে নতুন করে ৬১জন আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ১৬০টি রিপোট আসে। এর মধ্যে ৬১টি পজিটিভ। এ নিয়ে যশোর জেলায় গত ১০ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২১০ জনের। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫৯৯জন। করোনা ভাইরাসে পরাজিত হয়েছে না ফেরার দেশে চলে গেলেন ১৭জন। যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন।
সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, ১৬ জুলাই যে ৬১ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ৩৪ জন, চৌগাছা উপজেলায় ৯জন, শার্শা উপজেলায় ৫জন, বাঘারপাড়া উপজেলায় ৫জন, ঝিকরগাছা উপজেলায় ৪জন, মণিরামপুর উপজেলায় ৩জন ও অভয়নগর উপজেলায় ১জন। সূত্রগুলো আরো জনান,গত ১০ মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত যশোর জেলা থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৫৮টি নমুনা পাঠানো হলেও ৫ হাজার ৩শ’ ৩২ টি রিপোর্ট প্রেরণ করে। বর্তমানে ৯২৬টি নমুনার রিপোর্ট পেন্ডিং রয়েছে বলে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হাইয়ূম নিশ্চিত করেছেন