যশোর প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ আলাদা অভিযান চালিয়ে যশোরে ২শ’ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ দখলে রাখার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর শহরের বেজপাড়া আনছার ক্যাম্প পানির ট্যাংকির পাশের্^ মৃত আনোয়ার মোল্øার ছেলে হাফিজুর রহমান ওরফে হাফিজ,যশোরের অভয়নগর উপজেলার মেয়াল্লেমতলা গ্রামের বর্তমানে যশোর শহরতলী চাঁচড়া চেকপোষ্ট (ডাক্তার আনিচের বাড়ির ভাড়াটিয়া) সোহরাব হোসেনের ছেলে সাইফুল ইসলাম রুস্তম,সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের সেলিমের ছেলে আবুজার ও সদর উপজেলার ভাতুড়িয়া বেড়বাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে বাবু। মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান,বুধবার ১৫ জুলাই সন্ধ্যারাত পৌনে ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে থেকে হাফিজুর রহমান হাফিজকে গ্রেফতার করে। পরে তার দখল হতে আধা কেজি গাঁজা উদ্ধার করে। অপরদিকে,খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ক সার্কেল এর পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার ১৫ জুলাই বিকেল সাড়ে ৩ টায় যশোর বেনাপোল টু যশোর হাইওয়ে রাস্তা সংলগ্ন পুলেরহাট বাজারস্থ অগ্রনী রিপিয়ারিং ড্রাই ক্লিনার্সেও সামনে থেকে সাইফুল ইসলাম রুস্তমকে ৫০ পিস ও আবুজারকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। মাদকদ্রব্য উক্ত বুধবার বিকেল সোয়া ৪ টার পর পুলেরহাট বাজারস্থ পুলেরহাট জামে মসজিদেও সামনে থেকে ইয়াবা বেচাকেনা কালে বাবুকে গ্রেপতার করে। পরে তার দখল হতে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।