তানভির লিংকন,ঝিকরগাছা প্রতিনিধিঃ আজ জুম্মার নামাজের পর ঝিকরগাছার নবীবনগর এতিমখানার বাচ্চাদের মাঝে কুরআন শরীফ , খাবার ও চারা গাছ বিতরণ করেন দেশসেরা উদ্ভাবক জনাব মিজানুর রহমান।
তিনি আর্তমানবতার সেবায় সদা জাগ্রত এক সেবক। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি বর্তমানে সমাজ সেবা করে যাচ্ছেন।
এসময় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান বলেন , আজ আমি এই এতিম ছোট ছোট ভাইদের জন্য পবিত্র কুরআন শরীফ,খাবার, মাস্ক ও গাছের চারার ব্যবস্থা করেছি, বৈশ্বিক মহামারী এদেশে যতদিন থাকবে ততদিন এই সকল এতিমদের মাঝে খাদ্য বিতরণ করে যাবো। মানুষের জন্যই মানুষ৷ এই সকল মাদ্রাসার এতিমদের খাবার দিতে আমার অনেক ভালো লাগে। মানুষের বিপদে মানুষের কল্যানে সবসময় নিজেকে পাশে রাখতে চাই এতে সবার সহযোগীতা কামনা করি।
এসময় আবু তোরাব যুবসংঘের পক্ষ্যে সহযোগীতায় ছিলেন জনাব আজমিনুর রহমান নয়ন (সেক্রেটারী) এবং চারাতলা ও নবীবনগরের আঞ্চলিক সদস্যবৃন্দ।
খাবার বিতরণ শেষে উপদেষ্টা হিসেবে জনাব মিজানুর রহমান সমাজ সেবা সম্পর্কে আবু তোরাব যুব সংঘের সেক্রেটারিকে বিশদভাবে দিকনির্দেশনা দেন। এবং পরবর্তীতেও এমন প্রোগ্রামের আয়োজন করার আহ্বান জানান। যেখানে তিনি সার্বিক সহযোগিতায় থাকবেন।