1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

অধ্যাপক সামসুজ্জমানের রুহের মাগফেরাত কামনায় মসজিদে মসজিদে দোয়া

  • প্রকাশের সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ১১০ বার সংবাদটি পাঠিত

স্টাফ রিপোর্টারঃ সবার প্রিয় শিক্ষক, কবি অধ্যাপক মোঃ সামসুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহী সাহিত্য পরিষদ ও পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মাবাদ বিদ্রোহী সাহিত্য পরিষদের উদ্যোগে যশোর সদর উপজেলার বিরামপুর পশ্চিমপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা কবীর হুসাইন, যশোর সদর উপজেলার রামনগর মোল্যাপাড়া জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ইমদাদুল হক, শহরের শংকরপুর জমাদ্দারপাড়া জামে মসজিদে দোয়া পরিচালনা করেন হাফেজ মুফতি মোঃ মাহাবুবুর রহমান, মণিরামপুর উপজেলার কপালিয়া মাঝেরপাড়া জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মাওলানা বাহারুল ইসলাম, যশোর শহরের বকচর জামিয়া কুরআনিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন মুফতি মোহাম্মদ মামুনুর রশিদ, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারিনগর মদিনাতুল মনোয়ারা জামে মসজিদে দোয়া পরিচালনা করেন আলহাজ¦ রুহুল আমিন, একই উপজেলার ফুলবাড়ি জামে মসজিদে মাওলানা মোঃ সুমন। এছাড়া পরিবারের উদ্যোগে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ নুরুন্নবী, ছাতিয়ানতলা জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মাওলানা লিয়াকত হোসেন।

প্রসঙ্গত. বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ সামসুজ্জামান ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন ৮ জুলাই বুধবার বেলা ১১টায় চুড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে ছাতিয়ানতলা গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বিদ্রোহী সাহিত্য পরিষদ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION