1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মুজিববর্ষে যশোরে যুবলীগের বৃক্ষ রোপন

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৬৯ বার সংবাদটি পাঠিত

যশোর প্রতিনিধিঃ যশোরে যুবলীগের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে এই বৃক্ষ রোপন করা হয়। ‘মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ এই শ্লোগানে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের নেতৃত্বে যুব-ছাত্র ও শ্রমিক লীগের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতি ২২৭ এর শ্রমিক নেতা সেলিম রেজা মিঠু, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু, যুবলীগ নেতা জিয়াউল হক জিয়া, যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন, যুগ্ম-সাধারণ নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক সুমন অধিকারি, তরিকুল ইসলাম, শহর ছাত্রলীগের সিনিয়র সদস্য অপু বসু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমন হোসেন, শুকুর আলী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাগর দত্ত, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লাক্কু বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরিফুল ইসলাম রিয়াদ যুব-ছাত্রলীগের নেতাকর্মীদের প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর জন্য আহবান জানান।
তিনি বলেন, মানুষের স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনে পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। আর ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা বৃক্ষের। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়; বরং ধর্মীয় কারণেও মানুষের বৃক্ষরোপণ করা উচিত। পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির ভেতরকার ২৫ শতাংশই বৃক্ষ। বৃক্ষ ছাড়া প্রাকৃতিক পরিবেশের কল্পনা করা অবান্তর। মানুষের প্রয়োজনীয় জীবনোপকরণ হিসেবে ফলবান বৃক্ষরাজি ও সবুজ-শ্যামল সৃষ্টি করেছেন। বনভূমির মাধ্যমে পৃথিবীকে সুশোভিত ও অপরূপ সৌন্দর্যম-িত করেছেন। গাছপালার মাধ্যমে ভূম-ল ও পরিবেশ-প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণের শিক্ষা দিয়েছেন। এ জন্য আমাদের সকলের উচিত বৃক্ষ রোপন করা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION