স্টাফ রিপোর্টারঃ যশোরে নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৮২৯ জন করোনায় আক্রান্ত হলেন। মারা গেছেন ১৫ জন আর সুস্থ হয়েছেন ৩৭৬ জন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, আজ ৯ জুলাই করোনার টেস্টের ফলাফলে যশোরের ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের, মাগুরার ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের, বাগেরহাটের ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের ও সাতক্ষীরার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা পজিটিভ এবং ১৯২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
ড. শিরিন নিগার, পরীক্ষণ দলের সদস্য ও চেয়ারম্যান, এনএফটি বিভাগ।
এবিষয়ে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২৯ জনের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে তা সবকটিই নতুন পজেটিভ রেজাল্ট।
আক্রান্ত হয়েছেন যারা তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। আক্রান্তদের ঠিকানা নিশ্চিত হয়ে সেসব এলাকা লকডাউন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
যশোরে জেনারেল হাসপাতালের আইসোলেশনে নারীর মৃৃত্যু; নতুন ২৯জন করোনা শনাক্ত।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে পরীক্ষিত ১১৩ টি নমুনার মধ্যে যশোরে নতুন করে ২৯টি নমুনা পজেটিভ রিপোর্ট এসেছে৷ এছাড়া যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে ফুলসুরাত (৬০) নামে এক নারীর মৃৃত্যু হয়েছে৷ সবমিলিয়ে নতুন করে যশোরে ২৯ টি করোনা পজেটিভ রিপোর্ট গত ২৪ ঘন্টায় এসেছে৷ বিষয়টি যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন নিশ্চিত করেন৷ হাসপাতালের আইসোলেশনে মৃৃৃৃত নারী ঝিকরগাছা উপজেলার কৃৃৃষ্ননগর গ্রামের মাতুব্বার সর্দারের স্ত্রী৷ হাসপাতালের আর এম ও ডা.আরিফ আহম্মেদ জানান, .ফুলসুরাত নামে ওই নারী গত ৭জুলাই সকালে এইচ টি এন,ডি এম,এবং জ্বর নিয়ে হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ভর্তি হয়৷ গত ৭জুলাই তার করোনা নমুনা সংগ্রহ করা হয়৷ আজ বৃৃৃৃহস্পতিবার সকালে তার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তারপর তিনি সকাল ১০টা ১৫মিনিটে তার মৃৃৃৃত্যু হয়৷
যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত কর্মকর্তা ডা.রেহেনেওয়াজ জানান,
এদিন যশোরের ১১৩টি নমুনা পরীক্ষা করে তার মধ্যে নতুন ২৯টি পজেটিভ বলে শনাক্ত করা হয়। এর ভিতর সদর উপজেলার ২৮ টি ও শার্শা উপজেলায় ১টি নমুনা পজেটিভ৷
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন সকালে যবিপ্রবি থেকে ১১৩টি রিপোর্ট এসেছে তার মধ্যে ২৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷ তিনি জানান, সব মিলিয়ে নতুন করে যশোরে ২৯টি করোনা পজেটিভ শনাক্ত হলো৷
আজ পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৭৮২ জন। এদের মধ্যে মারা গেছেন ১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫৩ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে চার রোগীকে। নতুন করে আক্রান্ত ব্যাক্তিদের ঠিকানা শনাক্ত করে স্থানিয় প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহন করবে।