কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনে উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন কেশবপুরকে মড়েল উপজেলা করতে আগামী ১৪ জুলাই উপ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। কেশবপুর উপজেলার মেইন সড়কগুলি ভালো থাকলেও গ্রামের প্রত্যান্ত অঞ্চলে রাস্তা গুলির উন্নয়ন দরকার। আপনারা ঐ ক্যবদ্ধভাবে ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আপনাদের উন্নয়ন দিবে। বিএনপি এই উপ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছে। তারা যে করোনা ভাইরাসের কথা বলে ভোট থেকে সরে দাঁড়াচ্ছে, সেই করোনা কালীন সমায়ে জনগণের পাশে বিএনপি কিন্তু দাঁড়ায়নি। ভোট নিয়ে বিএনপি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু কেশবপুর বাসি আগামী ১৪ জুলাই উপ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমান করে দিবে। কেশবপুর উপজেলাবাসি প্রমাণ করে দেবে যে তারা উন্নয়ন ও অগ্রগতি পক্ষে আছে। সোমবার বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত সুফলাকাটি ইউনিয়নের কালীচরণপুর আড়য়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাশ্চিম সারুটিয়া কলাগাছি বাজার ও ডহুরী কাঁকবাধাল বাজার ও গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি,ভরতভায়না গৌরীঘোনা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।২ টি ইউনিয়নে ৮ টি পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়মী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম খয়রাত হোসেন,যশোর শহর আওয়মী লীগের সভাপতি এ্যাড.আসাদুজ্জামান আসাদ, গাজী আব্দুল কাদের ,মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খামন,কেশবপুর উপজেলা আওয়মী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন সাধারন সম্পদক গাজী গোলাম মোস্তফা,পৌর আওয়মী লীগের যুগ্ন-আহ¦ায়ক এ্যন্ডঃ মিলন মিত্র, উপজেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পদক পৌর কাউন্সিলার শেখ এবাদাত সিদ্দিক বিপুল, সুফলাকাটি ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল সামাদ মাষ্টার, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মনি, অদ্যক্ষ মাহাবুর রহমান দিপু,গৌরীঘোনা ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি ডাঃ অরুন কুমার দে,সাধারণ সম্পদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব,গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগের আহŸায়ক মাসদুর রহমান প্রমুখ।